৫. পরিকল্পনার অভাব: মূলধন সঠিকভাবে ব্যবহার না করলে খরচ বেড়ে যায় ও ক্ষতি হয়।
৬. পানির ও খাবারের মান যাচাই না করা: মান ঠিক না থাকলে মাছের গ্রোথ কমে ও অক্সিজেনের সমস্যা দেখা দেয়।
৭. টেকনিক্যাল জ্ঞানের অভাব: রোগের লক্ষণ সময়মতো না বুঝলে সঠিক ব্যবস্থা নেওয়া যায় না।
৮. বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা: মাছ সময়মতো বিক্রি না করতে পারলে দাম কমে ও লাভ কমে যায়।
খামারে সমস্যা ? আর নয় দুশ্চিন্তা !
"AgroVita"আছে আপনার পাশে — খামারের প্রতিটি সমস্যায় দিচ্ছে সঠিক দিকনির্দেশনা ও সমাধান। ফলে আপনি থাকবেন নিশ্চিন্ত এবং লাভ হবে দ্রুত!
খামারে সফলতার সূত্রঃ
~আধুনিক প্রযুক্তি + পানির গুনগত মান + প্রাকৃতিক খাদ্য ও সঠিক যত্ন + সঠিক উৎপাদন - খামারের যাবতীয় খরচ = খামারির সফলতা~~
খুলনা থেকে রিপন সাহেব বলেন, "আগে মাছের বৃদ্ধি অনেক ধীর ছিল। খাওয়ানোর খরচ বেড়ে যাচ্ছিল, লাভ হচ্ছিল না। কিন্তু Water Plankton আর Double Growth ব্যবহার করার পর থেকেই মাছের ওজন দ্রুত বাড়ছে। পানির মান ভালো থাকছে, খাবারও কম লাগছে। এখন প্রতি ব্যাচে আগের তুলনায় ৩০-৪০% বেশি লাভ করতে পারছি।"
গাজীপুর থেক কাউসার সাহেব বলেন - “আমি নতুন খামার শুরু করেছি, তাই অনেক ভয় ছিল লাভ নিয়ে। কিন্তু পরিচিত একজনের পরামর্শে Agrovita এর Double Growth ব্যবহার শুরু করি। অল্প সময়েই মাছের ওজন ও সাইজ দেখে আমি অবাক! এখন আত্মবিশ্বাস পেয়েছি । সত্যিই খামারিদের জন্য গেম চেঞ্জার।”